News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

রপ্তানি আয়ে সুখবর, আশা জাগাচ্ছে হোমটেক্সটাইল

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-04, 5:00pm

img_20241204_165836-4351fe2247c78176007122d2ad57b90b1733310013.jpg




সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে দেশে রপ্তানি আয় বাবদ এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।

বুধবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো- ইপিবির হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। এ হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় পৌনে ১২ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি বেড়েছে হোমটেক্সটাইল পণ্যের।

এ ছাড়া নভেম্বরে আসা রপ্তানি আয়ের মধ্যে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার এসেছে শুধু তৈরি পোশাক খাত থেকেই। বছরের ব্যবধানে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ।

এই সময়ে হোমটেক্সটাইলে রপ্তানি বেড়েছে প্রায় ২১ শতাংশ। সেইসঙ্গে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। তবে কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ।

তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে এক হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ। আরটিভি