News update
  • UK Firms Eye Bangladesh for New Investment Sectors     |     
  • Gaza: 875 Killed Seeking Food Amid Blockade, Says UN     |     
  • 14m children did not receive a single vaccine in 2024: UN      |     
  • UN Extends Yemen Mission as Red Sea Tensions Escalate     |     
  • Trump Gives Russia 50 Days or Faces Harsh New Sanctions     |     

ন্যাটোয় যোগদান প্রচেষ্টা নিয়ে তুরস্কে সুইডেন ও ফিনল্যান্ডের আলোচনা

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-05-27, 8:09am

20220526_11_1118747_l-ae69ba097decc723ad3ed25b38fac2b81653617398.jpg




ফিনল্যান্ড এবং সুইডেন তুরস্কের সাথে তাদের আলোচনা শেষ করেছে। নর্ডিক এই দেশ দুটি উত্তর আটলান্টিক চুক্তি সংগঠন বা ন্যাটোতে যোগ দেয়ার লক্ষ্যে তাদের জমা দেয়া আবেদনের পক্ষে সমর্থন লাভের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তবে আঙ্কারা বলছে তাদের উদ্বেগ এখনও রয়ে গেছে।

সুইডেন এবং ফিনল্যান্ডের কূটনীতিবিদরা পৃথকভাবে তাদের তুরস্কের প্রতিপক্ষের সাথে সাক্ষাৎ করেন, কঠোর নিরাপত্তা গ্যারান্টির আহ্বান যারা জানাচ্ছেন।

তুরস্ক এবং সিরিয়ায় সক্রিয় কুর্দি জঙ্গি গ্রুপগুলোর প্রতি দৃশ্যত: সমর্থন জানানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোগান দুটি দেশের সমালোচনা করেছেন। তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাও যাতে দেশ দুটি তুলে নেয় তা তিনি দেখতে চান।

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন “প্রতিরক্ষা শিল্পের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথে বৈঠকে আমরা ইতিবাচক মনোভাব দেখতে পেয়েছি। এটা নিশ্চয় তৃপ্তিদায়ক এক অগ্রগতি”।

নতুন কোন দেশ ন্যাটোতে যোগ দিতে চাইলে জোটের ৩০টি সদস্যের সকলের অনুমোদন আবশ্যকীয়।

সুইডেন এবং ফিনল্যান্ড গত সপ্তাহে তাদের আবেদন দাখিল করেছিল। ইউক্রেনে রুশ হামলার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুটি দেশই তাদের উদ্বেগের দৃষ্টান্ত তুলে ধরে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।