News update
  • Palestine economy in ruins, as Gaza war sets dev back 2 decades     |     
  • Law to ban rice polishing effective from Aman season     |     
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     

ইউক্রেনের শিক্ষার্থীদের সাহায্য করতে বৃত্তি কর্মসূচি চালু করবে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-05-27, 8:07am

20220526_02_1118751_l-2f725d13b53b5f665144f551ff194e171653617269.jpg




ইউক্রেনে রুশ হামলার পর জাপানে পালিয়ে আসা ইউক্রেনের শিক্ষার্থীদের জন্য জাপান সরকার নতুন একটি বৃত্তি কর্মসূচি চালু করবে বলে এনএইচকে জানতে পেরেছে।

প্রায় ১০০ জনের কাছ থেকে আবেদন পত্র গ্রহণ এবং জুলাই মাসের মত দ্রুত সময়ে এই কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় জানায় যে ফেব্রুয়ারি মাসে হামলা শুরুর পর থেকে জাপানে প্রবেশ করা ইউক্রেনের শিক্ষার্থীরা এবং সেই সাথে জাপানে পড়াশুনার পরিকল্পনা যারা করছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় কিংবা দূতাবাসের সুপারিশেরও প্রয়োজন হবে।

বৃত্তি কর্মসূচির আওতায় মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন বা প্রায় ৯২০ ডলার পরিশোধ করা হবে এবং যারা জাপানে আসার পরিকল্পনা করছেন তাদের ভ্রমণ খরচ দেয়া হবে।

সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি ফি এবং টিউশন ফিও পরিশোধ করবে। এক বছরের জন্য এই অনুদান দেয়া হবে।

আবেদনকারীদের সাক্ষাতকারের জন্য ডাকা হবে। জাপানি ভাষায় দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মত প্রয়োজনীয় শর্তাবলী পুরোপুরি পূরণ করতে না পারলেও তাদেরকে বৃত্তি দেয়া হতে পারে।

মোট ব্যয়ের পরিমাণ প্রায় ১১ লক্ষ ৮০ হাজার ডলার হবে বলে অনুমান করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায় যে মে মাসের ১১ তারিখ পর্যন্ত ১০৬ জন শিক্ষার্থী এবং গবেষক জাপানে এসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে টিউশন এবং জীবনযাত্রার ব্যয় প্রদান ইতিমধ্যে শুরু করেছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।