News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মানিকগঞ্জ, বন্ধ ফেরি চলাচল

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-01-17, 9:07am

69ce3ac4f76ab290f30b62b461e5335873728ba22909c81d-1d38668e16d232fc75f34f00bac069331737083275.jpg




ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মানিকগঞ্জ জেলা। সেই সঙ্গে হিম বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটের ফেরি চলাচল।

ঘাট কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪টা থেকেই কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। সাড়ে চারটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়ানোর জন্য পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ।

এতে মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় চারটি ফেরি। ঘাট এলাকাতে লম্বা হয় যানবাহনের সারি।

তীব্র শীত এবং কুয়াশায় যানবাহনের শ্রমিক ব্যবসায়ী ও যাত্রীসহ জেলার ছিন্নমূল মানুষ আছেন অতিকষ্টে। অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ।

আরিফ নামে এক যাত্রী বলেন, জরুরি প্রয়োজনে মাগুরায় যাব, তীব্র শীত এবং কুয়াশায় খুব কষ্ট হচ্ছে। ঘাটে এসে আটকে পড়েছি।

রফিকুল ইসলাম নামে একজন পাটুরিয়া ঘাটে ছাউনির একপাশে দাঁড়িয়ে শীতে কাঁপছিলেন। কথা হলো তার সঙ্গে।

তিনি বলেন, এক আত্মীয়র মৃত্যুর খবরে যাচ্ছিলাম। কুয়াশা এবং শীতে খুব কষ্ট হচ্ছে। কুয়াশায় ফেরি বন্ধ থাকায় সেখানেও যেতে পারছি না।

ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা কেটে গেল ফেরি চলাচল স্বাভাবিক হবে।