News update
  • World leaders meet in Brazil to tackle global warming     |     
  • Brazil Launches Fund to Protect Forests and Fight Climate Change     |     
  • UN Warns Conflicts Are Devastating Ecosystems Worldwide     |     
  • Flood-hit Kurigram char residents see little hope in politics, elections     |     
  • Air quality of Dhaka continues to be ‘unhealthy’ Friday morning     |     

কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-04-10, 7:53pm

08af7bbafaf2089d8d27282c80cbb32794194be7170b5938-d71e798ba1857648ff8350204f44bd1f1712757253.jpg




টানা কয়েক দিন গরমের পর গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে ঈদের দিনেও কি এমন পরিবেশ থাকবে?

আবহাওয়া দফতর সেরকম সুখবর দিতে পারেনি। উল্টো বলছে, ঈদের দিনে ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সময় সংবাদকে বলেন, বৃহস্পতিবার (১১ এপ্রিল) পবিত্র ঈদের দিনে ঢাকাসহ সারাদেশের আকাশ কিছুটা মেঘলা থাকবে। এছাড়া গুমোট আবহাওয়া থাকবে। তবে রাজধানীসহ দেশের কোথাও বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা নেই।

তিনি আরও বলেন, মূলত পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে, পশ্চিমবঙ্গ এবং সংযুক্ত এলাকায় বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকবে। এতে মেঘলা ভাব ও গুমোট আবহাওয়া থাকবে, অনুভূত হবে অস্বস্তি। এ অবস্থা আরও কয়েকদিন বিরাজ করার পরে চলতি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বুধবার (১০ এপ্রিল) আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। অন্যদিকে বৃহস্পতি ও শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে। তথ্য সূত্র সময় সংবাদ।