News update
  • UN Chief Urges Urgent Global Action for Peace Amid Conflicts     |     
  • LDC graduation: Businesses urge BNP to seek 3-year deferment     |     

চিনির দাম আবারও বাড়ল

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2023-01-26, 4:00pm

resize-350x230x0x0-image-209089-1674719398-6470f520b7f22d9daa4856e1ce8b5b911674727232.jpg




প্রতি কেজি খোলা চিনির দাম ৫ টাকা বাড়িয়ে ১০৭ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম ৪ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। চিনির এই নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বৃদ্ধি, ডলার বিনিময় হার বৃদ্ধি এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় এনে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাক্রমে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চিনির এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতি কেজি পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৭ টাকা এবং প্রতি কেজি পরিশোধিত প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১১২ টাকা।

এর আগে, ২০২২ সালের ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তথ্য সূত্র আরটিভি নিউজ।