News update
  • UN Probes Iran Crackdown, Alarms Over Spike in Executions     |     
  • UN Aid Push Continues Across Gaza Despite Airstrike Threats     |     
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     

একুশের অমর গানে গাফফার চৌধুরীর বেঁচে থাকবেন : ওবায়দুল কাদের

গ্রীণওয়াচ ডেস্ক error 2022-05-28, 6:22pm




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাফফার চৌধুরীর চলে যাওয়াতে আমাদের সংস্কৃতির সমকালের সবচেয়ে বড় বটবৃক্ষটির পতন ঘটল। তিনি মরে গেলেও একুশের অমর গানে তিনি বেঁচে থাকবেন।
আজ শনিবার  দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ্য থেকে একুশের গানের রচয়িতা, দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাহিত্যিক, সাংবাদিক কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর তুলনা তিনি নিজেই।
তিনি বলেন, আজকে এই চলমান বিশ্বের সংকটে জাতিকে পরামর্শ দেওয়ার, আমরা যারা ক্ষমতার মঞ্চে আছি, আমাদেরকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার শূন্যতা অনুভব করব।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, নূরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে  আওয়ামী লীগের পক্ষ থেকে আবদুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্দা নিদেবন করেন। তথ্য সূত্র বাসস।