News update
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     

সরকারি ৩৭ মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস, কমলো কত?

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2025-11-10, 8:27pm

0f52cac542be283037a02cfce364f5b7866fdffd27e3a51c-4ead80dd1fe1dfe65f930802a6bfae241762784873.jpg




দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্বিন্যাসের কারণে বিদ্যমান আসন থেকে কমবে ২৮০টি আসন।

সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, বর্তমানে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তিতে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। পুনর্বিন্যাসের পর তা কমে হবে ৫ হাজার ১০০।

এতে আরও জানানো হয়, পুনর্বিন্যাসের কারণে ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজের ২৫টি করে আসন কমবে। বর্তমানে এই কলেজগুলোর প্রতিটিতে ২৫০টি করে আসনে শিক্ষার্থী ভর্তি রয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫টি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ৫০টি, নেত্রকোনা মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ ও চাঁদপুর মেডিকেল কলেজের ২৫টি করে আসন কমানো হবে।

অন্যদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে আসন বাড়ানো হবে। এই দুই কলেজে বর্তমানে ১০০টি আসন রয়েছে।

আর পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি আসন বাড়িয়ে ১০০টি করা হবে।

দেশের ৩৭ মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, যশোর মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, জামালপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, হবিগঞ্জ মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, নীলফামারি মেডিকেল কলেজ, নওগাঁ মেডিকেল কলেজ, মাগুরা মেডিকেল কলেজ, চাঁদপুর মেডিকেল কলেজ ও সুনামগঞ্জ মেডিকেল কলেজ।