News update
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     
  • Heavy Rain Leaves Dhaka Waterlogged, Life Disrupted     |     
  • Over 550,000 Syrians return home from Turkey     |     
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     

প্রতিদিন কাঁচা রসুন খেলে কী হয়, জেনে নিন উপকারিতা

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-11-01, 6:13pm

erweerqweqwe-16380faa6dcd8e14a95faeaa80c6fde11761999191.jpg




রসুন আমাদের দৈনন্দিন রান্নার অন্যতম উপাদান। তবে শুধু রান্নায় নয়, কাঁচা রসুনও হতে পারে শরীরের জন্য এক অসাধারণ প্রাকৃতিক ওষুধ। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন মাত্র এক কোয়া কাঁচা রসুন খেলে শরীরে দেখা দিতে পারে একাধিক ইতিবাচক পরিবর্তন।

কেন কাঁচা রসুন খাবেন?

রসুন থেঁতলে বা কুচি করলে তৈরি হয় সালফার-যুক্ত যৌগ অ্যালিসিন, যা জীবাণু-রোধী, ভাইরাস-রোধী এবং প্রদাহ-রোধী হিসেবে কাজ করে। রান্না করলে এই যৌগ অনেকাংশে নষ্ট হয়ে যায়, তাই কাঁচা রসুন খাওয়াই বেশি উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে: গবেষণায় দেখা গেছে, টানা ৩০ দিন কাঁচা রসুন খেলে রক্তচাপ ও ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল কিছুটা কমতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: রসুনে থাকা অ্যালিসিন শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, সর্দি-কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: এটি শরীরের অক্সিডেটিভ চাপ কমিয়ে বার্ধক্য, দীর্ঘস্থায়ী প্রদাহ ও মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

হজমে সহায়ক: পুষ্টিবিদ বলেন, রসুনে উচ্চ সালফার উপাদান রয়েছে যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজমতন্ত্রকে ঠিক রাখে।

ত্বকের যত্নে: নিয়মিত রসুন খেলে ব্রণ কমে, ত্বক হয় আরও পরিষ্কার ও উজ্জ্বল।

৩০ দিনের পরিবর্তন

প্রথম ৭-১০ দিন: নিশ্বাসে তীব্র গন্ধ এবং পেটে সামান্য অস্বস্তি হতে পারে।

২০-৩০ দিন: উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করতে পারে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে।

৩০ দিন পর: শরীরের সহনশীলতা অনুযায়ী এটি চালিয়ে গেলে দীর্ঘমেয়াদে হৃদরোগ ও প্রদাহের ঝুঁকি কমতে পারে।

কাঁচা রসুন খাওয়ার নিয়ম

রসুন থেঁতলে ৫–১০ মিনিট রেখে তারপর খান, যাতে অ্যালিসিন তৈরি হয়।

তীব্রতা কমাতে এটি দই, সালাদ বা মধুর সঙ্গে খেতে পারেন।

অভ্যস্ত না হলে প্রথমে অর্ধেক কোয়া দিয়ে শুরু করুন, ধীরে ধীরে একটি পূর্ণ কোয়ায় পৌঁছান।

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া

নিশ্বাসে গন্ধ আসা

বুকজ্বালা, গ্যাস বা পেট ফোলা

অতিরিক্ত খেলে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে

চিকিৎসকের পরামর্শ জরুরি

যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খান, হজমের সমস্যা থাকে, গর্ভবতী হন বা শিশুকে দুধ পান করান, তবে প্রতিদিন কাঁচা রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

উপসংহার: প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন শরীরের জন্য উপকারী হলেও এটি কোনো অলৌকিক ওষুধ নয়। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়ামের সঙ্গে এটি গ্রহণ করলে আপনি পেতে পারেন প্রকৃত উপকারিতা।