News update
  • Gaza Begins Mass Cleanup to Restore Dignity and Normal Life     |     
  • BNP weighing review of some nominations amid grassroots unrest     |     
  • US presses for Gaza resolution as Russia offers rival proposal     |     
  • 35 crude bombs, bomb-making materials found in Geneva Camp     |     
  • 8 Islamic parties want referendum before polls, neutral admin     |     

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য মন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-07-14, 11:43am

retetwetwet-3d276dc37675c9da91947affbcbf3c201720935785.jpg




স্বাস্থ্য ও পরিবার পরিকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি খানসামা ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল পরিদর্শনকালে এ কথা বলেন।

মন্ত্রী খানসামা উপজেলার পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে প্রশাসন, জেলা প্রশাসন,  স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তাঁকে ফুলেল শুভেচছা জানান।

এরপর জেলা পুলিশ সদস্যরা মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, এনসিডি কর্ণার, লেবার ওয়ার্ড এবং ওটি রুম পরিদর্শন করেন। এই সময়ে স্বাস্থ্য মন্ত্রী এনসিডি কর্ণারে ব্লাড প্রেসার চেক করেন।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালাহউদ্দিন আহমেদ, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এ,বি,এম, আবু হানিফ, সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন প্রমুখ।

খানসামা সদরে ২০২১ সালে উদ্বোধন হওয়া হাসপাতালে সেবা কার্যক্রমে বন্ধের বিষয়টি অবগত হয়ে এটি দ্রুত সময়ে মধ্যে  চালুর আশ্বাস দেন তিনি। উপজেলা হাসপাতালে জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণা দেন স্বাস্থমন্ত্রী।

এরআগে তিনি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করে দিনাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

দুটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি ঠাকুরগাও হয়ে পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা দেন।