সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবারও রহস্যময় পোস্ট দিলেন ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। জনপ্রিয় কার্টুন ‘টম এন্ড জেরি’র টমের ছবি শেয়ার করে কঠিন সত্য ও বাস্তবতা তুলে ধরেন।
ছুটির দিন শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে হঠাৎই জনপ্রিয় কার্টুন ‘টম এন্ড জেরি’র টমের ছবি নিজের ফেসবুকে আপলোড করেন বাপ্পারাজ। ক্যাপশনে লেখেন,
আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে ‘ও’ নেই বলেই ‘এর’ উত্থান হয়েছে। ‘ও’ থাকলে আসতে পারতো না। ‘ও’ নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা।
বাপ্পারাজ আরও লেখেন,
একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। ‘ও’ থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল। ‘ও’ থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল।
সবশেষে অভিনেতা লেখেন,
আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না। সম্মান দিতেও কুন্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।
নায়কের এমন পোস্টের পর মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, আপনি সবসময়ই উচিত কথা বলেন, এজন্যই আপনাকে এতো ভালো লাগে। অনেকেই এই বাস্তবতা মানতে চায় না। আরেকজন লেখেন, কথা সত্য আমরা জীবিত অবস্থায় স্বার্থ ছাড়া কাউকে কদর করি না। করি মৃত্যুর পরে কারণ আমারা বাঙালি।
১৯৮৬ সালে বাবা নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন বাপ্পারাজ। ক্যারিয়ারে বেশি ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করায় দর্শকমহলে ‘ব্যর্থ প্রেমিক’ হিসেবে তুমুল জনপ্রিয় হন।
সিনেমায় বেশিরভাগ চরিত্রে তিনি অন্যের জন্য আত্মত্যাগ করেন এমন চরিত্রে বেশি অভিনয় করেছেন। এ কারণে ‘ট্যাজেডি হিরো’ হিসেবেও খ্যাতি রয়েছে বাপ্পারাজের। গুণী এ অভিনেতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গরিবের ওস্তাদ’, ‘গরিবের সংসার’, ‘ডাকাত’, ‘আজকের সন্ত্রাস’, ‘প্রেমের সমাধি’, ‘পাগলীর’ প্রেম ইত্যাদি