সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাঠমিস্ত্রি থেকে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর ‘রিপন মিয়া’। ফেসবুকে ২০১৬ সাল থেকে বিনোদনমূলক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা লাভ করা এই মানুষটিকে ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা।
নেটদুনিয়ায় তুমুল আলোচনার মাঝে এবার সরব হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দিয়েছেন একটি দীর্ঘ পোস্ট, যেখানে তিনি একদিকে যেমন রিপনের পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে কিছু গণমাধ্যমের কর্মকাণ্ড নিয়েও তীব্র সমালোচনা করেছেন।
চমক লিখেছেন, স্বার্থে আঘাত লাগলে নিজের বাবা-মাও তার সন্তানকে টেনে নামাতে পারে। রিপন মিয়া কতটা ভালো কিংবা খারাপ, সেটা নিয়ে তো অনেকেই আলোচনা করছে। কিন্তু মুদ্রার অপর পিঠটা কি আমরা দেখছি? তার বাবা-মা একবারও তাদের সন্তানের সম্মান নিয়ে ভাবলেন না।
তিনি আরও বলেন, মিডিয়ার চাকচিক্য যতটা মোবাইলে দেখা যায়, বাস্তবে তা হয়তো তেমন নয়। স্পনসর্ড কনটেন্ট দেখে তাকে বিত্তশালী মনে করার কোনো কারণ নেই। নিজের বাবা-মা যদি সন্তানের সামান্য উন্নতিতেও খুশি হতে না পারে, তাহলে সমাজ বা আশপাশের মানুষদের কাছ থেকে সহানুভূতি আশা করা কি যৌক্তিক?
চমক অভিযোগ করেন, কিছু সাংবাদিক ‘ব্যক্তিগত বিষয়ে নাক, কান, গলা তথা পুরো শরীর গলিয়ে’ সামান্য কিছু পয়সার জন্য মানুষের সম্মানহানি করছেন।
যারা এমন সংবাদ করছেন, তারা কতটা দায়শীল? 'গরিব বলে বাবা-মাকে পরিচয় দিচ্ছেন না'- এই শিরোনাম না দিলেও চলত, - উল্লেখ করেন তিনি।
চমকের মতে, প্রকৃতি বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা কতটা হিংস্র, ইনসিকিউর, হিংসুটে, লোভী, একা ও অসহায়। যাই হোক, সব কথার শেষে সবাই বলে- সব দোষ রিপন মিয়ার।আরটিভি