News update
  • Public awareness campaign before fuel loading at Rooppur NPP     |     
  • Chief Adviser Dr Yunus pays homage to martyred intellectuals     |     
  • Martyred Intellectuals Day: A Nation’s Loss and Resolve     |     
  • EC seeks enhanced security for CEC, ECs, election officials     |     
  • Humanoid robots take center stage at Silicon Valley summit, but skepticism remains     |     

‘ভালো কিছু করলেও প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-09-13, 10:43am

ieureiwreiw-766492f5fbcfdc94e604db8336a0b4c41757738626.jpg




ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মানুষের প্রতি আস্থা হারানো ও সমাজে নানাবিধ কর্মকাণ্ড নিয়ে প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বর্তমান সমাজের পরিবর্তিত চিত্র তুলে ধরেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আজকাল ২৪ ঘণ্টা ভয়ে থাকি। কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না; সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।’

বর্তমান বাস্তবতা নিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারো সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিত‘র মতো দূরত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়।’

মাহি লেখেন, ‘আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।’

সবশেষ মাহি প্রশ্ন রাখেন, ‘এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?’

মাহির এই কথাগুলোর সঙ্গে একমত তার ভক্তরাও। সঞ্জয় দাস নামে এক ভক্ত মন্তব্য করেন, ‘কথাগুলো একদম সত্য। কিন্তু এরমধ্যে আবার অনেকে হা হা রিয়েক্ট দেয়।’ এর জবাবে মাহি লেখেন, ‘কারণ ওদের জীবনটাই একটা হাহা’।