News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

বিচ্ছেদের কথা জানিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন কনা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-26, 7:45am

53bdb74d79cfbd7c7f23fa6fbb9ca8722dbc2d840d8f3c47-5477592b033087195a95efe491df30e51750902327.jpg




ছয় বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী কনা। বিচ্ছেদের সিদ্ধান্তটি তার ও সাবেক স্বামী গহিনের জন্য খুবই কঠিন ছিল বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।

বুধবার দিবাগত রাতে (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদের খবর জানিয়ে কনা পোস্ট করেন।

এতে তিনি উল্লেখ করেন, জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদ ও হয় তারই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি।

আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা চেয়ে তিনি লিখেছেন, ‌‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সব সমস্যা কাটিয়ে দ্রুত গানে ফিরছেন জানিয়ে কনা লিখেছেন, ‘এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যেই কাজের মাধ্যমেই আমি এতোদূর পর্যন্ত আসতে পেরেছি।’  

প্রসঙ্গত, গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে কনার সংসার শুরু হয়েছিল ২০১৯ সালের এপ্রিলে। দীর্ঘ প্রেমের পর গোপনে বিয়ে করেছিলেন তারা।