News update
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     
  • Indian Airstrikes Kill 8 in Pakistan, Mosques Hit     |     
  • Israeli crimes escalate, Gaza faces catastrophic situation     |     
  • $21 trillion spent on secret doomsday bunkers for elite?     |     
  • Cyber Protection Ordinance draft approved in Advisers’ Council     |     

গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে যা বললেন অ্যাঞ্জেলিনা জোলি

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-04-22, 3:15pm

rtretewrew-1a65601f6cc751816a768d8e455d675c1745313436.jpg




হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি গাজাবাসীর প্রতি ফের সমর্থন জানালেন। তিনি আবারও গাজার নিপীড়িত মানুষের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।  

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাজা নিয়ে ডক্টরস উইদাউট বর্ডারসের (ডব্লিউএফএস) একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

জোলির শেয়ার করা ওই পোস্টে লেখা হয়েছে, ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় তাদের সামরিক অভিযান আবারও শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর স্পষ্ট হুমকি তৈরি করেছে।আরটিভি