News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতলো বিঞ্জ

বিকেডি আবির, ঢাকা সেলিব্রিটি 2024-12-19, 7:43pm

img_20241219_194254-15a066abd880768b2734ade176c764e11734615793.jpg




দর্শকদের জন্য মানসম্পন্ন ও ব্যতিক্রমী কন্টেন্ট প্রদর্শনের মাধ্যমে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রবি আজিয়াটা পিএলসির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’ । সদ্য অনুষ্ঠিত ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এ বিঞ্জ অর্জন করেছে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার। 

বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ফ্রাইডের পরিচালক হিসেবে ‘সেরা পরিচালক’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এছাড়া ‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি। 

বিদেশে বসবাসরত বাঙালিদের বর্ণবাদের শিকার হওয়ার বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্মিত বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি ওয়েব ফিল্মটি। সামাজিক সচেতনতামূলক এই সিনেমাটি বর্ণবাদবিরোধী বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি এক গভীর প্রেমের গল্পও উপস্থাপন করেছে। গল্পের অসাধারণ কাহিনি বিন্যাস, দক্ষ নির্মাণশৈলী ও থ্রিলারধর্মী উপস্থাপনা দর্শক-সমালোচকদের সমানভাবে মুগ্ধ করেছে।  

অন্যদিকে, ফ্রাইডে ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে মুনা নামের এক নারীর জীবনের বাস্তবতা ও তার চারপাশের সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে। সামাজিক টানাপোড়েন, সম্পর্কের দ্বন্দ্ব ও জীবনের তিক্ত সত্যগুলো যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক রায়হান রাফী, তা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। এরই স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘সেরা পরিচালক’ -এর পুরস্কার। 

গত ১২ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩। পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চারটি বিভাগে মোট ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়।

বিঞ্জ'র হেড অব কনটেন্টস, উম্মে খাইরুন ইসলাম এ অর্জন প্রসঙ্গে বলেন, “বিঞ্জের এই সাফল্য দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মাইলফলক। বৈচিত্র্যময় ও মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে তারা দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। পুরস্কারের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় গল্প উপহার দেয়ার ক্ষেত্রে বিঞ্জকে উৎসাহিত করবে। দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বিঞ্জ অঙ্গীকারবদ্ধ।“