News update
  • UN Chief Demands Justice for Crimes Against Journalists     |     
  • Heavy Rain Leaves Dhaka Waterlogged, Life Disrupted     |     
  • Over 550,000 Syrians return home from Turkey     |     
  • Extra SIMs beyond 10 being deactivated from Saturday     |     
  • China's Xi promises to protect free trade at APEC as Trump snubs summit     |     

মুক্তি পেল ‘দেলুপি’র ট্রেলার

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2025-11-01, 9:34am

7af2c573ffbc5b926e45255c33134e4f2a034ce0c6e10e0e-ba5790121083e66dcf20a0a6dc1f58841761968070.jpg




নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম সিনেমা ‘দেলুপি’র ট্রেলার। সিনেমার প্রথম ঝলকে ফুটে উঠেছে রাজনীতি–ভালোবাসা–সংগ্রাম আর জীবন বদলানোর গল্প।

শুক্রবার (৩১ অক্টোবর) ট্রেলারটি মুক্তি পায় প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশনের ইউটিউব চ্যানেলে। প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা।

ট্রেলার শুরু হয় প্রচলিত প্রবাদ ‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়’ সংলাপে! সিনেমাতে ফুটে উঠেছে রাজনৈতিক অস্থিরতার সঙ্গে গ্রামীণ জীবন।

সিনেমার নাম ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প।

ওটিটিতে ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে বেশ আলোচিত পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। কয়েকদিন আগে তিনি ঘোষণা দেন তার পরিচালিত প্রথম বড় পর্দার সিনেমা ‘দেলুপি’র।

সিনেমার নাম ঘোষণার এক সপ্তাহ পর টিজার প্রকাশ পায় ‘দেলুপি’র। এবার প্রকাশ পেল সিনেমার ট্রেলার।

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সকলেই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পাবে আগামী শুক্রবার (৭ নভেম্বর) আর ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।