News update
  • Global Leaders Pay Tribute as Condolences Pour In for Khaleda Zia     |     
  • Govt Declares 3-Day Mourning, Wednesday Holiday for Khaleda Zia     |     
  • Khaleda Zia: Icon of Bangladesh’s Democracy and Leadership     |     
  • Over 1 Million Voters Register for Postal Ballots in Bangladesh     |     
  • Begum Khaleda Zia, Uncompromising Leader of Bangladesh, Dies     |     

টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি, সেই হলে যাচ্ছেন আদর-পূজা

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-04-26, 2:41pm

oreiuioeoit-77cb1992d8fae7e38a17cc38879e5efa1714120911.jpg




গত এক দশক ধরে বন্ধ ছিল বগুড়ার ধুনট উপজেলা সদরের ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হল।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে চালু করেই দর্শক টানতে অভিনব পন্থা অবলম্বন করে হল কর্তৃপক্ষ। দেয় বিশেষ অফার। ১০০ টাকার টিকিট কাটলেই এক প্যাকেট বিরিয়ানি একদম ফ্রি। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে দেশব্যাপী। যা চোখ এড়ায়নি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লিপস্টিক’-এর অভিনয়শিল্পী আদর-পূজারও। তার সূত্র ধরেই শুক্রবার (২৬ এপ্রিল) হলটিতে যাচ্ছেন তারা।

জানা যায়, ১৯৮৪ সালে ঝংকার সিনেমা হলটি নির্মাণ করা হয়। ঈসা খানের মালিকানাধীন এ হলটি শুরুতে ভালো চললেও এক পর্যায়ে তা দর্শকশূন্যতার কারণে বন্ধ হয়ে যায়। যা পুনরায় গত ২০ এপ্রিল চালু করা হয় বিশেষ অফারের মাধ্যমে। বর্তমানে হলটিতে চলছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত এবং কামরুজ্জামান রোমান পরিচালিত ঈদের সিনেমা ‘লিপস্টিক’।

নিজেদের সিনেমায় টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার খবরটি ‘ভাইরাল’ হলে দৃষ্টিগোচর হয় আদর-পূজার। এতে উচ্ছ্বসিত হন তারা। তারই প্রেক্ষিতে নেন এই ভালোলাগার বিষয়টি দর্শকদের সঙ্গে শেয়ার করার পরিকল্পনা। সব ঠিক থাকলে আদর, পূজা, নির্মাতা রোমানসহ সংশ্লিষ্টরা শুক্রবার (২৬ এপ্রিল) হাজির হচ্ছেন ঝংকার সিনেমা হলে।

বিষয়টি নিয়ে আদর আজাদ বলেন, আজ আমরা বগুড়ার ধুনটের ঝংকার সিনেমা হলে যাচ্ছি। সেখানে তিনটার শো’তে উপস্থিত থাকবো। দর্শকদের সঙ্গে আড্ডা দেবো। তারপর আজ রাতেই আবার ঢাকায় ফিরবো।

তিনি আরও বলেন, টিকিটের সঙ্গে বিরিয়ানি দেওয়ার ব্যাপারটা ব্যতিক্রম। সে কারণে আসলে আলাদা করে সাড়া পড়েছে। মূলত এজন্যই আমরা হল মালিক ও দর্শকদের কৃতজ্ঞতা জানাতেই সেখানে যাচ্ছি।

ঈদের মুক্তির পর শুরুতে কম পেলেও ধীরে ধীরে বাড়ছে ‘লিপস্টিক’ সিনেমার হল সংখ্যা। বিষয়টি নিয়েও কথা বলেন আদর আজাদ।

তিনি বলেন, প্রথমে যখন আমরা হল কম পেয়েছিলাম, তখনই বলেছিলাম এই সিনেমার দম আছে। আস্তে ধীরে হল বাড়বে। এখন সেটাই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।  আরটিভি