News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

চার্লি কার্ককে হত্যায় ব্যবহার করা রাইফেল উদ্ধার, ছবি প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-09-12, 7:03am

fae93540be51c5fe1c7ec889c0e5c82a45b04d5218439840-44259a3f2cde2c445c28bced3404f04a1757639022.jpg




ট্রাম্পের প্রভাবশালী মিত্র ও রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে হত্যা করার জন্য ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেলটি খুঁজে পাওয়ার দাবি জানিয়েছেন মার্কিন তদন্তকারীরা। এছাড়া বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) চার্লি কার্কের গুলিবর্ষণের সাথে সম্পর্কিত ‘আগ্রহী ব্যক্তির’ দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।

ছবিগুলো সংযুক্ত করে এক্সে একটি পোস্ট করেছে সল্ট লেক সিটি এফবিআই। ছবি সংযুক্ত করে তার সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য চাওয়া হয়েছে। 

এনডিটির খবরে বলা হয়, প্রকাশিত দুটি ছবিতে একজন যুবককে ক্যাপ, সানগ্লাস এবং লম্বা হাতা কালো শার্ট পরা দেখা যাচ্ছে।  সে কলেজে পড়ার বয়সী বলেও জানায় এফবিআই।

বুধবার রক্ষণশীল কর্মী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে হত্যা করা হয়। কার্ককে হত্যাকারী স্নাইপার গুলি করার পর ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়।

৩১ বছর বয়সী লেখক, পডকাস্ট হোস্ট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র কার্ক তরুণ ভোটারদের মধ্যে রিপাবলিকান পার্টির সমর্থন গড়ে তুলতে সাহায্য করেছিলেন। বুধবার উটাহের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময় তাকে গুলি করা হয়। যাকে ট্রাম্প জঘন্য হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন।

এফবিআই এবং রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন যে, ওই বিশ্ববিদ্যালয়ে কার্কের নেতৃত্বে ‘প্রুভ মি রং’ শীর্ষক একটি বিতর্ক অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগে হত্যাকারী ক্যাম্পাসে এসে পৌঁছেছিল।

সল্ট লেক সিটি থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণে উটাহের ওরেমে অবস্থিত উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩,০০০ লোকের সামনে ওই অনুষ্ঠান বক্তৃতা দিচ্ছিলেন কার্ক।

কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা গেছে,  একজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে কার্ককে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। বন্দুকের অধিকারের একজন কট্টর সমর্থক কার্ক, গণহত্যা সম্পর্কে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ঠিক তখনই গুলিটি তার ঘাড়ে লাগে। দর্শকরা আতঙ্কে পালিয়ে যান।

এরপর বন্দুকধারী ছাদ থেকে লাফিয়ে পড়ে এবং পালিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানায়।

তদন্তকারীরা কাছাকাছি একটি জঙ্গলে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন, বোল্ট-অ্যাকশন রাইফেল খুঁজে পেয়েছেন এবং সূত্রের জন্য তালুর ছাপ এবং পায়ের ছাপসহ এটি পরীক্ষা করছেন।

এদিকে, এ ঘটনায় বুধবার সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছিল, কিন্তু তাদের কেউই গুলি চালানোর সাথে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এবং দুজনকেই ছেড়ে দেয়া হয়েছে।

কার্কের মৃত্যুতে ট্রাম্প পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।