News update
  • Tarique Urges Collective Effort to Rebuild Bangladesh     |     
  • US Pledges $2 Billion for UN Humanitarian Aid, Covers Bangladesh     |     
  • Postal Ballots Sent to Over 376,000 Bangladeshi Voters Abroad     |     
  • Arms smuggling attempts rise ahead of BD polls: Home Adviser     |     
  • Dense fog blankets Dhaka as wintry chill disrupts normal life     |     

শি জিনপিং-এর রাশিয়া সফরের আগেই আরব সাগরে চীন ও ইরানের সঙ্গে রাশিয়ার নৌ মহড়া

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2023-03-19, 8:36am

1678945299-52608e41b6d47dbae245d69674581bae1679193452.jpeg




রাশিয়া, চীন ও ইরান আরব সাগরে ত্রিমুখী নৌ-মহড়া সম্পন্ন করেছ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, এই মহড়ার মধ্যে, সমুদ্র ও আকাশের লক্ষ্যবস্তুতে গোলা নিক্ষেপ অন্তর্ভুক্ত ছিলো।

ইরানের বন্দর চাবাহার-এর কাছাকাছি এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। সোমবার শি জিনপিং-এর সফর শুরু হবে।

ইউক্রেনে বছরব্যাপী যুদ্ধের ফলে রুশ সশস্ত্র বাহিনীর ওপর চাপ থাকা সত্ত্বেও, রাশিয়া অংশীদারদের, বিশেষ করে চীনের সাথে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। গত গ্রীষ্মের পর থেকে উইক্রেন যুদ্ধে বড় কোনো বড় রকমের অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়েছে রাশিয়া।

রুশ ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ এবং চীনা ডেস্ট্রয়ার নানজিং বৃহস্পতিবার ও শুক্রবারের মহড়ায় অংশ নিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানায়।

রাশিয়ার সর্বসাম্প্রতিক সময়ের হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত গোর্শকভ গত মাসে চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছিলো। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।