
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তবে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালনের পাশপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষায় বাংলাদেশের লক্ষ-কোটি মানুষ রাজপথে নেমে এসেছিলেন তা বাস্তবায়নের সময় এসেছে। সেই জায়গা থেকে আজকে এনসিপিতে যোগদান করেছি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে আসিফকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা নির্বাচন করবেন না তাদেরকে নিয়ে তিনি এই গুরু দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন তিনি। গত ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।