News update
  • Gold price goes up again in Bangladesh     |     
  • Suicide bomber targets Islamabad court, killing 12 people, wounding 27     |     
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     

‘অজ্ঞাতনামা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা উ.কোরিয়ার : সিউল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-11-02, 1:04pm




উত্তর কোরিয়া বুধবার একটি ‘অজ্ঞাতনামা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা’ চালিয়েছে। দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের ব্যাপক পরিসরে চালানো যৌথ বিমান মহড়ার বিষয়ে পিয়ংইয়ংয়ের সতর্কতার পর তারা এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অজ্ঞাতনামা একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।’ এ সাগর জাপান সাগর নামেও পরিচিত বলে উল্লেখ করা হয়। তথ্য সূত্র বাসস।