News update
  • Islami Bank organizes orientation for 1000 Trainee Assistant officers     |     
  • 2025: People’s Resistance Against Hydro Projects in Himalaya     |     
  • Fully ready to hold free, fair, peaceful elections: Prof Yunus      |     
  • Khaleda Zia’s Mausoleum Opens to Public at Zia Udyan     |     
  • Bangladesh cuts fuel prices by Tk 2 a litre at start of 2026     |     

ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও শ্রীলঙ্কার বন্দরে চীনের জাহাজ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2022-08-16, 3:12pm




ভারত ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও মঙ্গলবার একটি চীনা গবেষণা জাহাজ শ্রীলঙ্কার চীন পরিচালিত দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা বন্দরে প্রবেশ করেছে। কর্মকর্তারা এ কথা জানান।

বন্দর কর্মকর্তারা বলেছেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে আলোচনার পর শ্রীলঙ্কার জলসীমায় থাকাকালীন কোনো গবেষণা করবে না এই শর্তে  ইউয়ান ওয়াং-৫ জাহাজটি ডক করার অনুমতি দেওয়া হয়েছে। তথ্য সূত্র বাসস।