News update
  • Observe July Uprising Annually to Guard Against Autocracy     |     
  • Human Rights a Key Driver of Climate Change Progress     |     
  • Security measures at Shahjalal Airport enhanced     |     
  • Polls in early next year: Prof Yunus tells Marco Rubio      |     
  • Bangladesh’s Apparel Exports to US Hit $7.34bn in Decade     |     

বাম জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-08-18, 9:11am

resize-350x230x0x0-image-188571-1660726122-88e40853d0b7274d34794dccf35be8b01660792298.jpg




জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও গণতান্ত্রিক বাম ঐক্য আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে। সেই হরতালকে সমর্থন দিয়েছে বিএনপি।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সমর্থনের কথা জানান।

এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের সময়ে বিভিন্ন পণ্যের দাম কেমন বেড়েছে তার বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি জ্বালানি তেলসহ দেশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বামদের হরতাল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেকোনো দলের ন্যায়সঙ্গত দাবির আন্দোলন বিএনপি সবসময় সমর্থন করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে বিএনপি সদস্য আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ।

উল্লেখ্য, জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং পরিবহন ভাড়া কমানোর দাবিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল বাম জোটের। শাহবাগ মোড়ে পুলিশ সেই মিছিল আটকে দেয়। সেখানে এক সমাবেশে ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন তারা। জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার হরতালের ঘোষণা দেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।