News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

কর্মবিরতি নিয়ে নতুন ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

গ্রীণওয়াচ ডেস্ক শিক্ষকতা 2025-05-30, 8:23am

3f63ae3f022228696955ccb814fed808f7b1c5091e384f88-56d5380efe4a9e2616ffd03661f23f2a1748571832.jpg




বেতনবৈষম্য নিরসনসহ ৩ দফা দাবিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতি নিয়ে নতুন ঘোষণা এসেছে। সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাসে কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছেন তারা। রোববার (১ জুন) থেকে তারা ক্লাসে ফিরছেন।

বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ নেতারা।

ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, দাবি পূরণের সরকারের সুস্পষ্ট ও ইতিবাচক পদক্ষেপের কারণে আমরা আপাতত কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি।

তিনি আরও বলেন, ‘আগামী ৩ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে। ফলে ১ ও ২ জুন বিদ্যালয় খোলা থাকবে। অর্থাৎ, রোববার সহকারী শিক্ষকরা সরকারের আশ্বাসে ক্লাসে ফিরে যাবেন। তারা শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন।’

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে দেশের সাড়ে ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে যায়।

শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে

১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।