News update
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     
  • Govt Defends Prof Yunus’ Backing of ‘Yes’ Vote     |     
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     

যেসব আসনে প্রার্থী চূড়ান্ত করল এনসিপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-01-18, 8:46pm

87767-357e206f5e9fe9fa3603f6e81f9d98ad1768747575.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দশ দলীয় জোটের ছেড়ে দেয়া ৩০ আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৮ জানুয়ারি) এনসিপি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চূড়ান্ত হওয়া ২৭টি আসন হলো- পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে সারজিস আলম, দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা) আসনে ডা. আব্দুল আহাদ, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া উপজেলা) আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা) আসনে আতিক মুজাহিদ, নাটোর-৩ (সিংড়া উপজেলা) আসনে জার্সিস কাদির, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর উপজেলা) আসনে সাইফ মোস্তাফিজ, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে শামীম হামিদী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল উপজেলা) আসনে সাইফুল্লাহ হায়দার, ময়মনসিংহ-১১ (ভালুকা উপজেলা) আসনে ডা. জাহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলা) আসনে মাজেদুল ইসলাম, ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর থানা) আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে।

এছাড়ার ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা) আসনে জাবেদ রাসিন, ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা থানা) আসনে

নাহিদ ইসলাম, ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত থানা) আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৯ (সাভার) আসনে দিলশানা পারুল, ঢাকা-২০ (ধামরাই) আসনে নাবিলা তাসনিদ, গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ, সেনানিবাস) আসনে আলী নাছের খান, নরসিংদী-২ (পলাশ উপজেলা ও সদরের আংশিক) আসনে সারোয়ার তুষার, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) আসনে মাওলানা আশরাফ মাহদী, কুমিল্লা-৪ (দেবীদ্বার উপজেলা) আসনে হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-২ (সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার আংশিক) আসনে সুলতান জাকারিয়া, নোয়াখালী-৬ (হাতিয়া উপজেলা) আসনে হান্নান মাসউদ, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ উপজেলা) আসনে মাহবুব আলম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা ও সিটি কর্পোরেশনের চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) আসনে জোবাইরুল হাসান আরিফ, বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) আসনে এস এম সুজা উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) আসনে আব্দুল্লাহ আল আমিন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা) আসনে মোহাম্মদ আতাউল্লাহকে মনোনয়ন দেয়া হয়েছে।

তবে এসব আসনের মধ্যে দুই-একটি আসন পরিবর্তনও হতে পারে বলে জানিয়েছে এনসিপি।