
BNP leader ABM Mosharraf Hossain addressing a programme in Kalapara on Friday..
পটুয়াখালী: বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, 'আগামী নির্বাচনে আওয়ামীলীগ অংশগ্রহণ করতে পারছেনা, কারন তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে সরকার। তাই বড় দল হিসেবে আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের প্রতিনিধি থাকে তাহলে এই এলাকার উন্নয়ন কাজ দ্রুত ত্বরান্বিত হবে। তাই ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।' শুক্রবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে আয়োজিত আলোচনা সভা ও তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।
এসময় তিঁনি আরও বলেন, '২০০৪ সালের ১০ ডিসেম্বের বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন। তখন আপনাদের পক্ষ থেকে যে দাবিগুলো করেছিলাম সব দাবিগুলো বাস্তবায়ন হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগের আমলেও কিছু উন্নয়ন হয়েছিল, তারা বুঝতে পেরেছিলো কম্পিটিশনে টিকতে হলে উন্নয়ন ছাড়া কোন বিকল্প নাই। উন্নয়নের অগ্রযাত্রা কিন্তু বিএনপি শুরু করে গিয়েছিলো। আবারও বিএনপি কলাপাড়া-রাঙ্গাবালীতে উন্নয়নের রোল মডেল তৈরী করবে।'
এবিএম মোশাররফ বলেন, 'আমি বিশ্বাস করি, এই মাটির কাছে আমার অনেক ঋণ আছে। তাই আমাদের লক্ষ্য হলো আগামী দিনে কলাপাড়া-রাঙ্গাবালীকে কিভাবে উন্নত করতে পারি, সেজন্য সবাই মিলে মিশে একসাথে কাজ করা। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, দলীয় আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক।'
বিশিষ্ট শিক্ষাবিদ লুফ্রু মাস্টারের সভাপতিত্বে ও সামাজিক সংগঠক মো. রোকনুজ্জামান পান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, এক্সেস টেলিকমের প্রধান নির্বাহী রেজাউল করিম বাবলা, আল আরাফা ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট প্রফেসর ড. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, স্থপতি ইয়াকুব খান,
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সম্পাদক রাসেল মোল্লা, কুয়াকাটা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী সাঈদ প্রমূখ।
এর আগে প্রজেক্টরের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবন ও কর্মভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় কলাপাড়া উপজেলা বিএনপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। - গোফরান পলাশ