
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি ছায়া থেকে বঞ্চিত হলো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি ছায়া থেকে বঞ্চিত হলো। তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এই সংকট কাটিয়ে ওঠা জাতির জন্য কঠিন।
তিনি আরও বলেন, আজ তিনি চলে গেলেন। সারা দেশ, সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রীর জন্য গভীর শ্রদ্ধা জানাচ্ছে।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।