News update
  • Cold, foggy condition to persist affecting transport, navigation     |     
  • Bangladesh’s Finance Sector Stabilises, Challenges Remain     |     
  • Govt Proposes Up to Tk1cr for Milestone Crash Victims     |     
  • Hadi Killing: Inqilab Mancha Sets 24-Day Justice Ultimatum     |     
  • Alliances Race to Settle Seat Deals as Nomination Deadline Ends     |     

নাহিদের জন্য আসন ছাড়লেন জামায়াত প্রার্থী আতিকুর

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-29, 10:18am

reyeryert-7d27dc4b9b09cf2317168c1e84a840d31766981937.jpg




আসন সমঝোতায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে ঢাকা-১১ (রামপুরা- বাড্ডা-ভাটারা- হাতিরঝিল আংশিক) আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা- ১১ সংসদীয় আসনে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে আতিকুর রহমান লিখেন, ঢাকা- ১১ সংসদীয় আসনে জনাব নাহিদ ইসলামের জন্য শুভকামনা। দীর্ঘ ১০ মাস ২২ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারী থেকে মুক্তি পেলাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ সংসদীয় আসনকে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত তৈরি করার জন্য সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছি। ব্যক্তি, পরিবার, পেশাগত দায়িত্ব সবকিছুর ঊর্ধ্বে ময়দানে ভূমিকা এবং জনগণের পাশে থাকার চেষ্টা করেছি।

পোস্টে তিনি উল্লেখ করেন, আমি ঢাকা-১১ সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আপনারা এ স্বল্প সময়ে আমাকে আপনাদের আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন,  ভালো ও নিরাপদে রাখুন। আমিন।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর বলেন, আমার সাথে এই পথ চলা সকল সহযাত্রীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সময়ে অনেকেই অবর্ণনীয় কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন, রাত জেগে পোষ্টার লাগিয়েছেন, ঘণ্টার পর ঘণ্টা একসাথে হেঁটেছেন । আল্লাহ রাব্বুল আলামীন সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

আমার সহযাত্রী সকল বোনদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা জনমত গঠনে অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার  করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আপনাদেরকেও উত্তম জাযা দান করুন।

এর আগে রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপি অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট ঘোষণা দেন।

একই দিন এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটি সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে এবং আধিপত্যবাদী শক্তির অগ্রযাত্রা ঠেকাতে বৃহত্তর ঐক্য জরুরি হয়ে পড়েছে।

নাহিদ ইসলাম জানান, এনসিপি শুরু থেকেই এককভাবে নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে গভীরভাবে পরিবর্তন করেছে বলে মন্তব্য করেন তিনি।