
Mufti Habibur Rahman of Islami Andolan expelled after announcing his candidature from Patuakhali 4 through a press conference,
পটুয়াখালী: পটুয়াখালী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ও কলাপাড়ার সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে পটুয়াখালী জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি য্যবলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থ বিরোধী কাজ করায় তাকে মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাইন) এর নির্দেশে দলের সমস্ত পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুল হাকিম, সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম জেলার দলের সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে সোমবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী-০১ আসনের মনোনীত প্রার্থী মুফতি হাবিবুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে তিনি দলের সিদ্ধান্ত উপেক্ষা করে পটুয়াখালী-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষনা করেন। তবে সেটা কোনো রাজনৈতিক দল থেকে না স্বতন্ত্র হিসেবে তা স্পষ্ট করেননি তিনি। - গোফরান পলাশ