
Terrorist attack on fiah trader in Kalapara
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক মৎস্য ব্যবসায়ীর উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার শেষ বিকেলে এ হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিকে কামাল বেপারি ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় আকস্মিকভাবে স্থানীয় কয়েক সন্ত্রাসী তার উপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। কোনো পূর্ববিবাদ ছাড়াই এ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলি ২০ শয্যা হাসপাতালে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের কথা–কাটাকাটির ঘটনা ছাড়াই হঠাৎ করে কয়েকজন এসে কামালের উপর চড়াও হয়।
আহত কামাল বেপারি বলেন, আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আবু জাফর, হানিফ, রাসেলসহ কয়েকজন এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার উপর হামলা করে। তাদের সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। মনে হয় কারো ইন্ধনে তারা আমার ওপর হামলা চালিয়েছে।আমি আলীপুর মৎস্যবন্দরে ‘কামাল ফিস’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলি সাহা বলেন, সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন, তার শরীর, মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - গোফরান পলাশ