News update
  • Zubaida Rahman heading to Dhaka to join Khaleda Zia’s UK flight     |     
  • Israeli Assault Has Plunged Gaza Into Worst Economic Collapse     |     
  • Woman sent to jail on charges of killing 8 puppies in Pabna     |     
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-04, 7:31pm

ty5464564-f2e86fe96491fcb72d8c3a32ae88a8db1764855107.jpg




বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালের মধ্যে যুক্তরাজ্যে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

দেশ ও দেশের বাইরের বেশ কয়েকজন চিকিৎসকসহ ১৪ জন খালেদা জিয়ার সঙ্গে যাবেন বলেও জানান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে উনার চিকিৎসার তদারকি করছেন। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।

খালেদা জিয়ার সফরসঙ্গী ১৪ জন হলেন— পুত্রবধূ সৈয়দা শামীলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরউদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরুদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও আল মামুন। বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী আব্দুল হাই মল্লিক ও সহকারী একান্ত সচিব মাসুদার রহমান। এছাড়া গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদারও খালেদা জিয়ার সঙ্গে যাবেন।

গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্রের জন হপকিনস বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের চিকিৎসকরাও রয়েছেন। এছাড়া গতকাল বুধবার এই মেডিকেল বোর্ডে  যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দিয়েছে।