News update
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     

বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি: ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-08-06, 8:07pm

072ee4274d8ccc8c46e13e7e6578ab12e8a3668d6d82a794-abbb303540e6c626973132c23011e6e41754489231.jpg




গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে; কিন্তু কারো কাছে মাথানত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি।

ফখরুল বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হতে চলেছে রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আসুন আমরা শপথ করি, সত্যিকার অর্থে আমরা একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য ও মানবিক মূল্যবোধ এবং মর্যাদার একটি দেশ গড়ব। বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব।’

তিনি বলেন, ‘বিগত পনেরো বছরে লড়াই-সংগ্রাম করতে গিয়ে আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানাই। আশা করি সরকার আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে।’