News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-07-03, 7:48pm

img_20250703_194640-001618c0dc73ed9c4d405802c8219f0d1751550517.jpg




জুলাই সনদ বাস্তবায়ন ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া এনসিপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে ‘জুলাই শহীদ’ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করা হয়েছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এ পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। খুব শিগগির এ পদযাত্রা আমরা দেশব্যাপী ছড়িয়ে দেব। 

তিনি আরও বলেন, শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে। ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র এখনও শেষ হয়নি। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আমাদের লড়াই-সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে। এমন কিছু করা যাবে না যাতে ফ্যাসিস্ট ঘুরে আসে।

তিনি বলেন, আপনারা জানেন ঢাকায় আমাদের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটি প্রথমবার নয়, সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটল। আমরা সারাদেশে পদযাত্রা করছি, মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি। আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য, ভয় দেখানোর জন্য এ ধরনের কার্যকলাপ করা হচ্ছে।

এ সময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।