News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

মির্জা ফখরুলের নেতৃত্বে ৫ দিনের চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-06-23, 7:06am

0b1840a42c89d99a82c81b31a3bf3ef72188bf025cf6c625-2d5b8724f90fe24a6392ce437ab59b2a1750640805.jpg




চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ জুন) রাত ১০টা ১৪ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী। তিনি বলেন, ‘স্যার (বিএনপি মহাসচিব)সহ ৯ সদস্যের প্রতিনিধিদল চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বিমানবন্দরে বিএনপির প্রতিনিধি দলকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের কর্মকর্তারা।

প্রতিনিধি দলে রয়েছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন; চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন; বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

পাঁচ দিনের এ সফরে বিএনপি মহাসচিব চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলটি আগামী ২৭ জুন রাতে দেশে ফিরবেন বলে জানা গেছে।