News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-29, 9:14pm

img_20250529_211208-eaf49f3df74c038645ccdc4b4e9c1d071748531644.jpg




বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শিগগিরই বাংলাদেশে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব।

বৃহস্পতিবার (২৯ মে) রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়া বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশকে আমরা গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, প্রতিবছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে নিয়ে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এই দিনটি শুধু আমাদের পরিবার নয়, গোটা দেশই হয়ে উঠেছিল শোকার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি এই দেশের সঙ্গে নিজের নাম অবিচ্ছেদ্য করেছিলেন, সেই চট্টগ্রামেই এক সৎ, সাহসী ও দূরদর্শী এবং প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন, নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া।

নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। আরটিভি।