News update
  • Japan Issues Tsunami Alert After Strong 7.6 Quake     |     
  • Bangladesh Plans Record Flag-Parachute Display on Victory Day     |     
  • UN Launches $33 Billion Appeal to Aid 135 Million People     |     
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     

‘ঘটনাটি বিব্রতকর’, স্ত্রীর বিদেশ গমনে বাধা প্রসঙ্গে পার্থ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-13, 6:34pm

b7e5b7f121d01cec8e17d34a27d990d374a82621821267fa-9c4fc570b4a5a8022e3092842f1e24c01747139667.jpg

স্ত্রী শেখ শাইরা শারমিনের সঙ্গে আন্দালিব রহমান পার্থ। ছবি: সংগৃহীত



বিমানবন্দরে স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেয়ার ঘটনাটিকে ‘বিব্রতকর’ বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কীভাবে সুরাহা হয় দুয়েকদিনের মধ্যে দেখবো।’

মঙ্গলবার (১৩ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে বাধা দেয়। তারা জানায়, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে।

এ বিষয়ে জানতে চাইলে সময় সংবাদকে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘শেখ হেলালের মেয়ে বলে তাকে বাঁধা দেয়া হয়েছে। হামিদ (সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ) যাওয়ার পরে নাকি শেখ পরিবারের সবার এসবির ক্লিয়ারেন্স লাগে আলাদাভাবে।’

পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী এর আগে ধানের শীষে নির্বাচনও করেছেন। আমার সঙ্গে সবসময় ছিলেন। তিনি তো হাউজওয়াইফ।’

ব্যাপারটি বিব্রতকর হয়েছে। তারপরেও ঠিক আছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা যেহেতু (শেখ পরিবারের সদস্যদের জন্য) এই নিয়ম করেছে, কোনো অসুবিধা নেই। আমি কাল-পরশু দেখবো এসবি থেকে কোন পদ্ধতিতে ক্লিয়ার করা হয়। এরই মধ্যে অনেকের সঙ্গে কথা বলেছি। যদি কাল-পরশুর মধ্যে সুরাহা না হয় তাহলে কী করা যায় পরবর্তিতে দেখা যাবে।

গত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর পরিপ্রেক্ষিতে নানা নাটকীয়তার পর বিমানবন্দরে শেখ পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের বিষয়ে কড়াকড়ি আরোপ করে এসবি।

এই অবস্থার মধ্যে ইমিগ্রেশন সূত্র জানায়, শেখ শাইরা শারমিন মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করেন। পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেয়া হয়। এরপর তিনি বাসায় ফিরে যান।

শেখ শাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ তন্ময়ের বোন।

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বাগেরহাট-২ আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে নির্বাচিত হন। সময়।