News update
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     
  • Musk Launches 'America Party' in Fresh Split with Trump     |     
  • Israel to send negotiators to Gaza talks     |     

আপিলের জন্য জুবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা হাইকোর্টের

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-05-13, 6:25pm

ede8445789ff6f23229afb573f1562911fbaf133bea9a703-87395e66a048651dafedd99700e590d01747139150.jpg




তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৩ মে) জুবাইদা রহমানের আবেদনের শুনানি শেষে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন।

জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, এখন দণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।

এর আগে ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জুবাইদা রহমান। সময়