News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন

-মুফতী সৈয়দ ফয়জুল করীম

রাজনীতি 2024-11-15, 12:10am

mufti-foyezul-katim-nayebe-amir-of-iab-addressing-rally-at-nagarpur-govt-6ab1b8d24d8e53d900c1c89b7f0985821731607811.jpg

Mufti Foyezul Katim Nayebe Amir of IAB addressing rally at Nagarpur Govt. College ground in Tangail on Thursday.



ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই যাঁকে ইচ্ছা তাঁকে উপদেষ্টা বানানোয় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্র-জনতা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে রক্ষা করেছেন নাস্তিক-মুরতাদদের আস্ফালন দেখার জন্য নয়। শেখ হাসিনার দোসর, শাপলার গণহত্যাকারীর সমর্থক সমাজবিধ্বংসী বিকৃত রুচির মানুষকে কিভাবে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া হলো? এতে করে উপদেষ্টা পরিষদের প্রতি সাধারণ মানুষের আস্থার সঙ্কট সৃষ্টি হয়েছে। এ জন্য তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করতে হবে।

তিনি অন্তর্র্বতী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি কী ভেবেছেন, এই আন্দোলন কারা করেছেন? আপনি বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না। আমরা কোনো নাস্তিক ও সমকামীকে উপদেষ্টা দেখতে চাই না। ঠিকঠাকমতো দেশ চালান। যদি ব্যর্থ হন, তাহলে দেশে ভূমিকম্প হয়ে যাবে। গণহত্যাকারীদের বিচার দ্রুত শুরু করতে হবে। পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করতে হবে। নিত্যপণ্যের লাগাম টেনে ধরতে হবে। বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। আপনারা ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হবে। কাজেই বিগত ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার ও কঠোর শাস্তির মুখোমুখি করুন। সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন।

আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সরকারী কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, টাঙ্গাইল জেলা সভাপতি হাজী আকরাম আলী, সেক্রেটারী মুহাম্মদ আখিনুর মিয়া, মাওলানা আকবর আলী, হাফেজ মাওলানা রেজাউল করীম। নাগরপুর উপজেলা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। - প্রেস বিজ্ঞপ্তি