News update
  • Iran's president still missing after likely copter crash     |     
  • BNP leader Ishraque sent to jail on treason charges      |     
  • Mob attack in Kyrgyzstan: Panicked BD students want to return home     |     
  • Helicopter carrying Iran President Raisi crashes, search on     |     
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2024-05-09, 10:49am

sddssdgsdg-1858f23b8f52e54eb669b627a261e1de1715230167.jpg




ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার (৮ মে) মোট ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত ৫৮টি উপজেলার বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৫০টি উপজেলায় আওয়ামী লীগের নেতারাই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে জনসংহতি সমিতি সমর্থিত দুজন, জাতীয় পার্টির দুজন নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতা ও ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর বাইরে বিজয়ী দুজন চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।

ভোটের বেসরকারি ফলাফলে দেখা যায়, দিনাজপুরের হাকিমপুরে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কামাল হোসেন ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হারুন উর রশিদ টেলিফোন প্রতীকে ১৯ হাজার ৩৭৮ ভোট পেয়েছেন।

জয়পুরহাটের কালাইয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির মিনফুজুর রহমান। তিনি টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। ক্ষেতলালে নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. দুলাল মিয়া সরদার। আক্কেলপুরে মো. মোকছেদ আলী মাস্টার নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

নেত্রকোনার দুর্গাপুরে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। কলমাকান্দায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবদুল কুদ্দুছ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। জামালপুর সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। পাবনার সুজানগরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ওহাব।

চট্টগ্রামে সন্দ্বীপে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নির্বাচিত হয়েছেন দর্শনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলি মুনছুর। তিনি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলি আজগারের সহোদর। জীবননগরে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান।

কুমিল্লার লাকসামে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ ভূঁইয়া। এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন। মনোহরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মান্নান চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামে চিলমারীতে নির্বাচিত হয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান।

চাঁদপুরের মতলব উত্তরে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মানিক দর্জি। মতলব দক্ষিণে সাবেক ছাত্রলীগ নেতা সিরাজুল মোস্তফা তালুকদার নির্বাচিত হয়েছেন।

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম। তিনি পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানি) আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের ছোট ভাই। পিরোজপুর সদরে সাবেক ছাত্রলীগ নেতা এস এম বায়েজিদ হোসেন ও ইন্দুরকানিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বিজয়ী হয়েছেন।

ফেনীর ফুলগাজীতে বিজয়ী হয়েছেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার।

রাঙ্গামাটি সদর উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত অন্ন সাধন চাকমা ও বরকল উপজেলায় একই দলের বিধান চাকমা বিজয়ী হয়েছেন। কাউখালীতে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সামশুদ্দোহা চৌধুরী ও জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা জয়ী হয়েছেন।

মানিকগঞ্জের হরিরামপুরে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেওয়ান সাইদুর রহমান ও সিঙ্গাইরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

মাদারীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান আসিব খান আনারস প্রতীকে ৭৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মেহেরপুর সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমদহ ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম। মুজিবনগর উপজেলায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন।

ভোটকেন্দ্রের বাইরে পটকা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনের তৎপরতা।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন। হরিপুর উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম। নওগাঁর বদলগাছীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম খান নির্বাচিত হয়েছেন। পত্নীতলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার চৌধুরী ও ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহার আলী বিজয়ী হয়েছেন।

ফরিদপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী। চরভদ্রাসনে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা নির্বাচিত হয়েছেন। মধুখালীতে জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান নির্বাচিত হয়েছেন। 

চট্টগ্রামে সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আরিফুল আলম চৌধুরী নির্বাচিত হয়েছেন। ঝিনাইদহ সদরে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান ও কালীগঞ্জে উপজেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. শিবলী নোমানী নির্বাচিত হয়েছেন।

লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের বহিষ্কৃত নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রামগতিতে নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শরাফ উদ্দীন আজাদ।

দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরী। হবিগঞ্জের আজমিরীগঞ্জে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কর্মী আলাউদ্দিন। বানিয়াচং উপজেলায় জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। সিলেট সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী রফিক, দক্ষিণ সুরমা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং গোলাপগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় এবং শাল্লায় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অবনী মোহন দাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জের বন্দরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি প্রার্থী মাকসুদ হোসেন।

পঞ্চগড় সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এ এস মো. শাহনেওয়াজ প্রধান। তেঁতুলিয়ায় নির্বাচিত হয়েছেন নির্দলীয় প্রার্থী নিজাম উদ্দিন খান। আটোয়ারীতে নির্বাচিত হয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিছুর রহমান।

রাজবাড়ীর পাংশায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম। কালুখালীতে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলীউজ্জামান চৌধুরী। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সদস্য মোহাম্মেদ সাখাওয়াত হোসেন। সোনাতলায় চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য সাহাদারা মান্নানের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লীটন। সময় সংবাদ