News update
  • “AI tool capable of classifying brain tumors within hours”     |     
  • Dhaka’s air quality ‘moderate’ Saturday morning     |     
  • World court opens hearings on request to halt Rafah incursion     |     
  • US sanctions against RAB will stay: State Department     |     
  • 216kg cannabis seized in Sirajganj; 2 drug peddlers held     |     

পরিকল্পিতভাবে কুরআন হাফেজ শ্রমিকদের হত্যা করা হয়েছে

জাতীয় তাফসীর পরিষদ বাংলাদেশ –এর বিবৃতিতে দোষীদের শাস্তি দাবী

রাজনীতি 2024-04-23, 9:52pm

iab-islami-andolan-bangladesh-logo-de21b81b25d16c7f62ba6f86a4d29f151713887529.jpeg

IAB - Islami Andolan Bangladesh logo



জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব শায়খুল হাদীস মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী মধুখালীতে নিরীহ কুরআনের হাফেজ দুই সহোদরসহ তিনজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে জাতীয় তাফসীর পরিষদের নেতৃবৃন্দ বলেন, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে সর্বত্র। নিরীহ শ্রমিক নিরাপরাধ কুরআনের হাফেজদেরকে মন্দিরের আগুন দেয়ার সন্দেহের বশীভূত হয়ে অমানবিক ও বর্বর নির্যাতন করে হত্যা করা হয়েছে। কারা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেইসাথে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং মন্দিরে অগ্নিসংযোজের সাথে জড়িতদের পরিচয় মিডিয়ার মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে হবে। - প্রেস বিজ্ঞপ্তি