News update
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     
  • Flood-hit Kenya and Tanzania on alert as cyclone nears     |     
  • Mangoes dropping early in Rajshahi amid intense heat     |     
  • Bomb kills at least 12 people, including children, in Congo     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     

ঝিনাইদহ বিএনপির সম্মেলন ২৮ মে

ঝিনাইদহ প্রতিনিধি রাজনীতি 2022-05-27, 10:17pm

img_20220527_221533-6f0a0b53265622db8b84c70a742842c31653668246.jpg

সম্মেলনকে ঘিরে নেতা কর্মীরা ব্যস্ত সময় পার করছেন। ছবি: গ্রীণওয়াচ।



ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হওয়ায় প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন। সভাপতি পদে এড. এম এম মজিদ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বুধবার ২৫ মে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ সম্পাদক পদে মুন্সি কামাল আজাদ পান্নু মনোয়ন পত্র প্রত্যাহার করলে সম্পাদক পদে জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম প্রতিদ্বন্দিতা করছেন।

অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে সাজেদুর রহমান পাপ্পু ও শাহাজাহান আলী প্রতিদ্বন্দিতা করছেন।

ঝিনাইদহ বিএনপি অফিস সূত্রে জানা যায়, ২৮ মে শনিবার ঝিনাইদহ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থত থাকবেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। সম্মেলন চলাকালে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মলনে অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড আসাদুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, শাহানা রহমান রানী, মীর রবিউল ইসলাম লাভলু, ব্যরিষ্টার রুহুল কুদ্দুস কাজল ও আবু সাঈদ প্রমুখ উপস্থিত থাকবেন।