News update
  • US Issues Travel Alert for Bangladesh Ahead of Election     |     
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     

‘জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ আমার সিদ্ধান্ত’

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-05-22, 7:25am

e64c13f2173ce0f802edf89052ea17dc8836f7e10c44baec-0c975634afb2a6def3f020ad0dd786bb1747877158.jpg




ভারতের সাথে সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নেতৃত্বদানকারী সেনাপ্রধান (সিওএএস) জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বুধবার (২১ মে) জানিয়েছেন নিজেই।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘর্ষ এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত অভিযান সফলভাবে বাস্তবায়নে জেনারেল মুনিরের নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ, তাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

পদোন্নতির পর ফিল্ড মার্শাল মুনিরকে সম্মান জানাতে বুধবার রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) একটি বিশেষ গার্ড অব অনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপকালে শেহবাজ বলেন, তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তার বড় ভাই এবং পিএমএল-এন সভাপতি নওয়াজ শরিফের সঙ্গে পরামর্শ করেন। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধ কেবল এক পক্ষের জয় এবং অন্য পক্ষের পরাজয় ঘটায়। তাই এটি স্থায়ী সমাধান হতে পারে না। 

কেবলমাত্র স্থায়ী শান্তিই একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে আলোচনার বিষয়ে শেহবাজ শরিফ বলেন, ‘সন্ত্রাসবাদ নিয়ে যখনই আলোচনা হবে, তখন তা উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মাধ্যমে অনুষ্ঠিত হবে।’সূত্র: জিও নিউজ