News update
  • Air ambulance carrying bullet-hit Hadi flies for Singapore     |     
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     

এবার দেড় হাজার বিজ্ঞানী-গবেষককে ছাঁটাই করছেন ট্রাম্প

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2025-03-19, 1:05pm

dferewr-2f2e4ef1ca0c27d3eeb96e9b5a8c77ed1742367927.jpg




সরকারি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রে ১ হাজার ৫০০ জনেরও বেশি বিজ্ঞানী-গবেষককে চাকরিচ্যুত করার পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও প্রযুক্তিবিষয়ক পার্লামেন্টারি কমিটি এ তথ্য জানিয়েছে। সূত্র: এপি

মঙ্গলবারের (১৮ মার্চ) কংগ্রেসের অধিবেশনে একটি প্রতিবেদন জমা দিয়েছেন হাউস কমিটির সদস্যরা। সেখানে তারা বলেছেন, এই বিজ্ঞানী-গবেষকের সবাই পরিবেশ সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারি সংস্থা এনভায়ার্নমেন্টাল প্রোটেকশন এজেন্সিতে (ইপিএ) কর্মরত। পরিবেশ দূষণ, সুপেয় পানি, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানই তাদের পেশা।

প্রতিবেদনে হাউস কমিটির সদস্যরা বলেছেন, সম্ভাব্য এই চাকরিচ্যুতদের মধ্যে মুষ্টিমেয় কয়েক জনকে অন্যান্য সরকারি সংস্থায় বদলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাকিরা চাকরিচ্যুত অবস্থাতেই থাকবেন। 

ইপিএতে বর্তমানে চাকরিরত রয়েছেন ১ হাজার ৭ শতাধিক বিজ্ঞানী গবেষক। গত ফেব্রুয়ারিতে ইপিএ’র প্রশাসক ও প্রধান নির্বাহী লি জেলডিনকে ট্রাম্প জানিয়েছিলেন, এই সংস্থার ৬৫ শতাংশ লোকবল ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে তার।

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর সরকারি ব্যয় কাটছাঁটের অজুহাত দেখিয়ে ইতোমধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিজ্ঞান, মহাকাশ ও পরিবেশ সংক্রান্ত কমিটির অন্যতম সদস্য ও ক্যালিফোর্নিয়ার এমপি জোয়ে লফগ্রিন এক প্রতিক্রিয়ায় এএফপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে বিজ্ঞানকে রাজনৈতিকীকরণ করেছিলেন। এবার তিনি বিজ্ঞানকে হত্যার পরিকল্পনা নিয়েছেন।