News update
  • BNP urges voters to boycott upazila polls     |     
  • Kenya floods death toll at 228 as crisis persists     |     
  • Floods in Brazil kill at least 57, force 70,000 from homes     |     
  • Sundarbans fire: Low tide delaying dousing operation     |     
  • 2 Bangladeshis seriously injured in ‘landmine explosion’ near Myanmar border     |     

ইত্তেফাকের সাংবাদিক, ইসলামী বিশ্বকোষের অন্যতম রচয়িতা আফতাব হোসেন আর নেই

মিডিয়া 2024-04-26, 12:09am

aftab-hossain-pic-e15ba1725486feb07fa35d621f333d251714068552.jpg

Journalist Aftab Hossain passed away on Tursday 25 April 2014.



জাতীয় প্রেস ক্লাব সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাব-এডিটর আফতাব হোসেন আর নেই। বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুর আড়াইটায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক আফতাব হোসেন ইসলামী বিশ্বকোষের অন্যতম রচয়িতা। বাংলাপিডিয়া রচনা ও সম্পাদনায় তিনি অসামান্য অবদান রাখেন।

বৃহষ্পতিবার বাদ এশা ঢাকা কলেজের পেছনে নায়েম রোড জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আফতাব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। - প্রেস বিজ্ঞপ্তি