News update
  • Bangladesh Risks Market Share as US Tariff Deadline Nears     |     
  • UN Chief Calls for Urgent Climate, AI and Global Reform     |     
  • Consensus not to use emergency for political ends: Ali Riaz     |     
  • Sunamganj’s age-old boat market dull as normal floods rare     |     
  • Italian PM Giorgia Meloni to Visit Bangladesh on Aug 30-31     |     

ইত্তেফাকের সাংবাদিক, ইসলামী বিশ্বকোষের অন্যতম রচয়িতা আফতাব হোসেন আর নেই

মিডিয়া 2024-04-26, 12:09am

aftab-hossain-pic-e15ba1725486feb07fa35d621f333d251714068552.jpg

Journalist Aftab Hossain passed away on Tursday 25 April 2014.



জাতীয় প্রেস ক্লাব সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র সাব-এডিটর আফতাব হোসেন আর নেই। বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুর আড়াইটায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক আফতাব হোসেন ইসলামী বিশ্বকোষের অন্যতম রচয়িতা। বাংলাপিডিয়া রচনা ও সম্পাদনায় তিনি অসামান্য অবদান রাখেন।

বৃহষ্পতিবার বাদ এশা ঢাকা কলেজের পেছনে নায়েম রোড জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আফতাব হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। - প্রেস বিজ্ঞপ্তি