News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

বৈচিত্র্য বাড়ছে পোশাকে, নির্ভরতা কমছে শীর্ষ পণ্যে

গ্রীণওয়াচ ডেস্ক ব্যবসায় 2025-06-28, 6:35am

79f19f23e32829c078fc926355c6295e848f5979afed0ae4-f772ecd070f374e2de97f18dcdc093c81751070955.png




রফতানির শীর্ষ পাঁচ পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনছে তৈরি পোশাক শিল্প। বাড়ছে উচ্চমূল্য ও বৈচিত্র্যময় পোশাকের রফতানি আয়। এমন তথ্যই মিলছে গত দুই অর্থবছরের পরিসংখ্যানে। বাজার প্রতিযোগিতায় এমন সক্ষমতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

দেশের তৈরি পোশাক শিল্পের যে রফতানি আয় হয় তার ৮০ ভাগের বেশি আসে মাত্র ৫ ধরনের পণ্য থেকে। তবে ক্রমেই কমছে এই ৫ পণ্য নির্ভরতা। পরিসংখ্যান বলছে , ২০২১-২২ অর্থবছর তৈরি পোশাক শিল্পের ৪ হাজার ২৬১ কোটি ৩২ লাখ ডলার রফতানি আয়ের মধ্যে ৮২.৪ শতাংশই এসেছে ট্রাউজারস, টি-শার্টস অ্যান্ড নিটেড টি-শার্টস, সোয়েটার্স, শার্টস অ্যান্ড ব্লাউজ ও আন্ডারওয়্যার- এই ৫ ক্যাটাগরির পোশাক থেকে।

পরের দুই অর্থবছরই একটু একটু করে কমেছে এই ৫ পণ্যের রফতানি আয়ের হিস্যা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বৈচিত্র্যময় পোশাকের রফতানি আয় বাড়ছে।

নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম বলেন, এখন দেশে হুডি, স্পোর্টস ওয়্যারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি হচ্ছে। ফলে পোশাকে এসেছে বৈচিত্র্য। যা ক্রমান্বয়ে বাড়ছে।

উচ্চমূল্য আর বহুমুখী পোশাকের রফতানি আয়ের হিস্যা বৃদ্ধিকে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এ পরিস্থিতিতে পরিবর্তিত বাজার চাহিদা আর সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন তারা।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমরা এখন কয়েকটি পণ্য রফতানির ওপর নির্ভরশীল। তবে ধীরে হলেও তালিকায় নতুন কিছু কিছু পণ্য যুক্ত হচ্ছে। এটিকে আরও বৈচিত্র্যকরণের সুযোগ রয়েছে। এটি যত বৈচিত্র্যকরণ হবে, তত সীমিত জ্বালানি ও লোকবল দিয়ে আরও বেশি পরিমাণ ভ্যালু যুক্ত করে রফতানি করা যাবে।

বিকেএমইএ বলছে, পণ্য বহুমুখীকরণে স্বল্প মেয়াদে ব্যক্তি উদ্যোগ যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে দরকার প্রণোদনাসহ সরকারের নীতি সহায়তা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম বলেন, স্বল্পমেয়াদে এগিয়ে যাওয়া যাবে। তবে এলডিসি উত্তরণের পর টিকে থাকাটা সরকারের নীতিনির্ধারণী বিষয়গুলোর ওপর নির্ভর করবে। বৈচিত্র্যময় পোশাকের বাজার সম্প্রসারণে সরকারি নীতি সহায়তা না পেলে দীর্ঘমেয়াদে সুবিধা করতে পারবে না ব্যক্তি উদ্যোগ।

ফাস্ট ফ্যাশনের যুগে ক্রেতার চাহিদা মতো দ্রুত পণ্য পৌঁছে দিতে কাস্টমসের মূল্যায়ন জটিলতাসহ নানা ভোগান্তি দূর করার তাগিদ সংশ্লিষ্টদের।