News update
  • 3 more members of Jamatul Ansar held in Dhaka: DB     |     
  • Bumper Boro paddy yield in saline land brings joy to farmers     |     
  • Don’t care about US sanctions, visa policies: Quader     |     
  • BD condemns Israeli settlers’ attack on Jordanian convoy in Palestine     |     
  • “Number of birds reduces to 1 lakh from 6 lakh in thirty years”     |     

ফয়েসলেকে উদ্বোধন হল ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

বিবিধ 2022-07-02, 12:42pm

saloon-pathagar-biswajure-06a2bf263184905d4bab9357a2dd63f61656744123.jpeg

Saloon Pathagar Biswajure



‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির ফয়েসলেকে বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় ফয়েসলেকের ম্যানস পার্লার সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা, লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রযোজক অরিন্দম মুখার্জি বিংকু।

এ সময় বিংকু বলেন, ‘প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। মানুষ এখন বই নিয়ে পড়ে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করে, এ কনসেপ্টে পাঠকরা তাদের অবসর সময়কে কাজে লাগাবে। ফলে এলাইজমা নামক রোগ থেকেও পরিত্রাণ পাওয়ার উপকার পাবে। বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

গোলাম মাওলা জসিম জানান, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এসবের কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস। দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক। পাঠকবিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চ ও টিভি অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ, নাট্যসংগঠক নাছির উদ্দীন, মঞ্চ ও টিভি অভিনেতা বাপ্পী হায়দার, আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, মঞ্চশিল্পী সৌরভ পাল।

উল্লেখ্য, `অবসরে বই পড়ুন' এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়।