News update
  • Shahidul Alam flies to Turkey from Israel captivity     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Friday morning      |     
  • Nobel Peace Prize Looms as Trump’s Hopes Fade     |     
  • Gaza Ceasefire Deal: UN and Partners Ready to Act Immediately     |     
  • Probe into irregularities in Tk 518cr Jute mill project ordered     |     

ইন্দোনেশিয়ায় সুনামি শুরু!

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-10-10, 12:15pm

7072450d45454ae4c02b56129db69c12f3ef460c0f058494-1-fb79dc1feaa8fe0b677da4e171ed92a31760076906.jpg




ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের জেরে সতর্কতা জারির পর, ইন্দোনেশিয়ার জলসীমায় ১৭ সেন্টিমিটার (৬ ইঞ্চি) পর্যন্ত উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামি কেন্দ্রের প্রধানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ০.৫ মিটার উচ্চতায় ওঠা ঢেউয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এটাকে একটি ছোট সুনামি বলছি।

ইন্দোনেশিয়ার ভূকম্পন সংস্থার তথ্যানুসারে, উত্তর সুলাওয়েসির তালাউড দ্বীপপুঞ্জে ৩.৫ সেমি থেকে ১৭ সেন্টিমিটার পর্যন্ত সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে।

এর আগে ফিলিপিন্সের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এর ফলে বিপজ্জনক সুনামির ঢেউ তৈরি হতে পারে বলে সতর্ক করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়ও।

ইউএসজিএস অনুসারে, ভূমিকম্পটি দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে মিন্দানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হানে। 

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) জানিয়েছে, ‘জীবনের জন্য হুমকিস্বরূপ উচ্চতার ঢেউসহ একটি ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা করা হচ্ছে’ এবং পূর্ব ও দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭.৪ বললেও ফিভোলক্স জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৬ মাত্রার। 

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক করে দিয়েছে যে, ফিলিপিন্সের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার ঢেউ উঠতে পারে। অন্যদিকে ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং দ্বীপরাষ্ট্র পালাউতে ৩০ সেমি থেকে ১ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। 

ফিলিপিন্স কর্তৃপক্ষ বলছে, প্রথম সুনামির ঢেউ স্থানীয় সময় বেলা ১১:৪৩ মিনিটের আগে আসতে পারে এবং ‘ঘণ্টাব্যাপী’ স্থায়ী হতে পারে।

সূত্র: বিবিসি, সিএনএন