News update
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     

আরও জলবিদ্যুৎ ও নেপালের সঙ্গে সড়ক যোগাযোগে চায় বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-05-12, 8:45pm

452352352-44d81c920d5966b4566efb05698fc9bb1747061117.jpg

নেপালের ডেপুটি স্পিকার সাক্ষাৎ করতে এলে আরও জলবিদ্যুৎ এবং সরাসরি সড়ক যোগাযোগের কথা বলেন প্রধান উপদেষ্টা। ছবি সংগৃহীত



বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) নেপালের ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় ড. ইউনূস জলবিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতার ওপরেও জোর দেন।

আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল জলবিদ্যুৎ খাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতা। গত অক্টোবরে ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির জন্য স্বাক্ষরিত বাংলাদেশ-নেপাল-ভারত ত্রিপক্ষীয় বিদ্যুৎ বিক্রয় চুক্তির কথা উল্লেখ করে উভয়পক্ষ বৃহত্তর পরিসরে আরও জলবিদ্যুৎ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেয়।

প্রধান উপদেষ্টা নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ উন্নত করলে বাণিজ্য খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এতে এ অঞ্চলের পণ্য পরিবহন সহজ হবে।

এ সময় নেপালের ডেপুটি স্পিকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।